স্বপ্নফল শুন্য কিংবা মিথ্যাঃ 3,4,14,18,20,23,28 ও 29 তারিখ স্বপ্নফল সত্য হইবেঃ 6,7,8,10,15,16,19,20,27 ও 30 তারিখ ভালো-মন্দ উভয় ফল হতে পারেঃ 13,21,22 ও 24 তারিখ ফল অনেক দেরিতে প্রকাশ পাবেঃ 1,2,5,12 ও 17 তারিখে আর একটি স্বপ্ন শাস্ত্র বলে গ্রীস্মকালের স্বপ্ন কখনও ব্যর্থ হয় না। আবার শীত কালের স্বপ্ন বেশীর ভাগ অসত্য। সুতরাং উহা নিয়া মাথা ঘামানোও বৃথা। শাস্ত্রমতে রাত্রির প্রথম ভাগের স্বপ্ন গুরুত্বহীন, মধ্য ভাগের স্বপ্ন নিস্ফল, এবং শেষ ভাগের স্বপ্ন নিশ্চই সত্য হইবে।