শরির বন্ধের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ বানানোর পদ্ধতি
শরীর বন্ধ করার তাবিজ এই নিয়মে তাবিজ বানাতে পারলে আজীবন পৃথিবীর কোনো কবিরাজ অথবা জ্বিন যাদু করতে পারবে না এবং জীবনেও তাবিজ নষ্ট করতে পারবে নাহ এটা বহু পরীক্ষাত এবং উক্ত তাদবিরটি কোনো সাধারণ তাবিজ না তাবিজটি বানাতে কিছু জিনিস লাগে ১ কাচা মসজিদের মাটি অথবা মসজিদের ভিতরের মাটি ২ মরিয়ম ফুল ৩ লজ্জাবতী গাছের শিকর ৪ রেহালের কাঠ ৫ সোনা মুখি সুই ৩ টা ৬ বরশি ৩ টি উক্ত জিনিস গুলো সব মাদুলির ভিতরে দেবে একত্রে করে তারপর নিচের আয়াত লেখে মাদুলিতে ভরে দেবো সব কিছু একত্রে দিয়া তাবিজ তৈরি করে যার সাথে রাখবে আল্লাহর রহমাতে পৃথিবীর কোনো যাদু বিদ্যা তার উপর আছর করবে নাহ এবং শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا وَأَكِيدُ كَيْدًا فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ বিদ্রঃ তাবিজটি যারা বার বার যাদুটোনায় আক্রান্ত হতেই থাকেন তারা ব্যবহার করতে পারেন আল্লাহর রহমাতে তাবিজটি ঠিক মতো বানাতে পারলে পৃথিবীর কোনো যাদু টোনা...