কেউ আপনাকে জাদুটোনা করছে কিনা কীভাবে বুঝবেন? জাদুগ্রস্ত কিনা বুঝবেন কীভাবে?
আপনি এই সম্পর্কে নিশ্চিত হতে চাইলে নিজের উপর নেজেই পরিক্ষা করতে পারেন, রাতে ঘুমানোর সময় 33 বার ❝ইয়া মুহিতু❞ পরে ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমের ঘরে স্বপ্নে কালো কাক, কালো রঙের শাপ, কিংবা কুকুর বিড়াল এই সমস্ত বিষয়ে স্বপ্নে দেখলে নিশ্চিত আপনি ব্লাক ম্যাজিক এর দ্বারা আক্রান্ত। এই ব্লাক ম্যাজিক থেকে রেহাই পেতে নিয়মিত ফরয নামাজ শেষে আয়তুল কুরসী পাঠের অভ্যাস গড়ে তুলুন রাতে ঘুমানোর সময় আয়তুল কুরসী পাঠে করে বুকে ফুক দিয়ে ঘুমানোর অভ্যাস করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করবেন দোয়া ও শুভ কামনা রইলো ফি-আমানিল্লাহ্🤲🤲🤲