Posts

Showing posts from May, 2019

নরী পুরুষ বশিকরণ অষ্টগৌর মন্ত্র

 কিছুদিন ধরে ভাবতেছি মন্ত্রটা পোষ্ট করবো। কিন্তু আমি শঙ্কায় আছি এই ভেবে, বিদ্যাটি যদি কেউ নিয়ম কানুন না মেনে প্রয়োগ করে তাহলে নিজের বিপদ সুনিশ্চিত। এমনকি প্রয়োগকারী উন্মাদও হয়ে যেতে পারে। তাই অনুগ্রহ পূর্বক এই মন্ত্রটি প্রয়োগ করার আগে নিজ গুরুর থেকে পরামর্শ গ্রহনের পর প্রয়োগ করবেন। সঠিক ভাবে প্রয়োগ করতে পারলে কাঙ্খিত ব্যক্তি সাধকের বাধ্য হয়ে যাবে। সাধক যা বলবেন বশকৃত ব্যক্তি সেটাই করবে ১০০% গ্যারান্টি।  মন্ত্রঃ কাউর চন্ডী হরিতে হরিয়াল জ্বলেশ্বরে র গঙ্গা কী জল শবর গুরুর চাপটে বন্ধন আঠার মোকাম ত্রিতল অনযের অঞ্জকড়ি দিয়ে টানি অমুকের আত্না মন নম্রের নম্র দিয়ে টানি অমুকের আত্না দেহ ত্রিনয়ন কাউর চন্ডীর দোহায় লাগে মঙ্গল চন্ডীর আজ্ঞে আঠার মকাম টেনে আনি শীতা কুন্ডের যজ্ঞে দোহায় লাগে পঞ্চ দেবের অমুকের কন্যা ছুটে আয় কালীদৌয়ের কুন্ডলী ভাঙ্গি কামাখ্যা মায়ের দোহায় ছার ছার ছার ঘর গৃহ ছার আমায় ছাড়িয়া যদি অমুক অন্য পানে চাস দোহায় লাগে কালেশ্বরী নরসিংহ দেবের মস্তক খাস।  নিয়মঃ মন্ত্রটি ৩১২ বার পাঠ করে মুখস্থ (সিদ্ধি) করে নিতে হবে। তারপর যাকে বাধ্য করবেন নাম নাম উ...

বশিকরণ কাজল বানানো

যখনই অনলাইনে আসি তখনই দেখি ইনবক্সে ৩০/৪০ টা মেসেজ এসে জমা পড়েছে। অধিকাংশ মেসেজই প্রেমে/ভালোবাসায় ব্যর্থ।  সেজন্য আজ এমন একটা বিদ্যা প্রকাশ করবো যার দ্বারা কাঙ্খিত ব্যক্তি ১০০% আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে।    __মন্ত্রঃ ওহম নমো কাল চামু্ন্ডায় (কঙ্খিত ব্যক্তির মা বাবার নাম)  হ্রীং ক্রীং ক্লীং (কাঙ্খিত ব্যক্তির নাম)  বশ্য কারনায় ভৈরব দেবায় স্বাহা।।  __ব্যক্তির যা যা লাগবেঃ ১.মেয়ের নাম "  ২.মেয়ের বাবা মার নাম।।    __দ্রব্য বস্তু যা,যা লাগবেঃ ১.কামসিন্দুর, ২.সাদা কবুতরের রক্ত, ৩.শ্মশ্বাসের মাটি, ৪.কবরের মাটি, ৫.লাল কাপড় ৬.নিজের শরীরের ৩ স্থানের ময়লা, ৭.বাম হাতের কনিষ্ঠা আঙুলের তিন ফোঁটা রক্ত, ৮.ঘোড়ার লেজের চুল।। ___বিস্তারিত নিয়মঃ প্রথমে উপরের জিনিস গুলো সংগ্রহ করতে হবে। তারপর শনিবার রাত্রি ২ টার সময় মন্ত্রটি ২১ বার পাঠ করার পর সমস্থ দ্রব্য একত্রে পেষণ করতে হবে। পেষণ করার রাত্রি থেকে পরবর্তী ৫ রাত পর্যন্ত কাজল গুলো লাল কাপড়ে বেধে মাটির নিচে পুতে রাখতে হবে। ৬ দিনের বেলা কাজল নিজ চোখে ব্যবহার করে কাঙ্খিত ব্যক্তির সাথে দেখ...