নরী পুরুষ বশিকরণ অষ্টগৌর মন্ত্র



 কিছুদিন ধরে ভাবতেছি মন্ত্রটা পোষ্ট করবো। কিন্তু আমি শঙ্কায় আছি এই ভেবে, বিদ্যাটি যদি কেউ নিয়ম কানুন না মেনে প্রয়োগ করে তাহলে নিজের বিপদ সুনিশ্চিত। এমনকি প্রয়োগকারী উন্মাদও হয়ে যেতে পারে। তাই অনুগ্রহ পূর্বক এই মন্ত্রটি প্রয়োগ করার আগে নিজ গুরুর থেকে পরামর্শ গ্রহনের পর প্রয়োগ করবেন। সঠিক ভাবে প্রয়োগ করতে পারলে কাঙ্খিত ব্যক্তি সাধকের বাধ্য হয়ে যাবে। সাধক যা বলবেন বশকৃত ব্যক্তি সেটাই করবে ১০০% গ্যারান্টি। 



মন্ত্রঃ কাউর চন্ডী হরিতে হরিয়াল
জ্বলেশ্বরের গঙ্গা কী জল
শবর গুরুর চাপটে বন্ধন
আঠার মোকাম ত্রিতল
অনযের অঞ্জকড়ি দিয়ে টানি
অমুকের আত্না মন
নম্রের নম্র দিয়ে টানি
অমুকের আত্না দেহ ত্রিনয়ন
কাউর চন্ডীর দোহায় লাগে
মঙ্গল চন্ডীর আজ্ঞে
আঠার মকাম টেনে আনি
শীতা কুন্ডের যজ্ঞে
দোহায় লাগে পঞ্চ দেবের
অমুকের কন্যা ছুটে আয়
কালীদৌয়ের কুন্ডলী ভাঙ্গি
কামাখ্যা মায়ের দোহায়
ছার ছার ছার ঘর গৃহ ছার
আমায় ছাড়িয়া যদি
অমুক অন্য পানে চাস
দোহায় লাগে কালেশ্বরী
নরসিংহ দেবের মস্তক খাস। 



নিয়মঃ মন্ত্রটি ৩১২ বার পাঠ করে মুখস্থ (সিদ্ধি) করে নিতে হবে। তারপর যাকে বাধ্য করবেন নাম নাম উল্লেখ করে নিজের বির্য মিষ্টি কোনো দ্রব্যে মিশিয়ে মন্ত্রটি দ্বারা মিষ্টি গুলো অভিমন্ত্রিত করতে হবে। এবার কাঙ্খিত ব্যক্তিকে কৌশলে মিষ্টি খাওয়াতে হবে। এতে করে ৩ দিনের মধ্যে সে আপনার বাধ্য হয়ে যবে।
বিঃদ্রঃ নারীকে বাধ্য করলে পুরুষের বির্য মিশাতে হবে। পুরুষকে বাধ্য করলে নারীর মাসিকের রক্ত মিশাতে হবে।
তৈরালক্ষী তান্ত্রিক মৌসুম রায়।
মোবাঃ 01989525984 

Comments

Popular posts from this blog

অদ্ভুত ইন্দ্রজাল ও ডাকিনী মন্ত্রবিদ্যার বই পিডিএফ ডাউনলোড ফ্রি!

বার্মিজ লজ্জাতুন্নেছা তাবিজের বই | বার্মিজ তাবিজের কিতাব ২০০ বছর পুরনো!

যে কাউকে বশীভূত করার মন্ত্র | Boshikoron montro by Kufuri Kalam BD