ডাকিনীবিদ্যা কি | ডাকিনীবিদ্যা দ্বারা তন্ত্র সাধনার সকল কার্য | ডাকিনীবিদ্যা কালোযাদু

ডাকিনী সাধনার দ্বারা নারী/পুরুষ বশিকরণ। পুরান হিন্দুশাস্ত্র মতে এই সাধনাটা করার ফলে আপনি কালোবিদ্যা জ্ঞান সম্পন্ন হয়ে উঠবেন এবং নানা ধরনের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। তাছাড়া ডাকিনীর শিখানো তন্ত্র শক্তি যার উপরে প্রয়োগ করবেন সেই আপনার অধিনে থাকবে। সঠিক ভাবে সাধনা করলে ফল সুনিশ্চিত।
যা যা লাগবেঃ ১.বেল পাতা দু'টা। ২.বাতাসা ৩.দু'টা। লাল কাপড় দেড় হাত। ৪.আগড়বাতি সাত'টা এবং ৫.মোমবাতি চার'টা।
মন্ত্রঃ ওঁ স্বর্ণপ্রবা শ্রীযোক্ষিনীয়ায় নমোঃ
সাধনার নিয়মঃ প্রথমে আপনাকে শ্মশ্বান ঘাটে যেতে হবে। শ্মশ্বান ঘাট না পাওয়া গেলে নির্জন কোনো ঘন জঙ্গল বেছে নিতে হবে। এবার নিজের শরীর বন্ধ করে নিতে হবে। শরীর বন্ধের মন্ত্র আমি এর আগেই প্রকাশ করেছি। তারপর উপরের দ্রব্যগুলো দিয়ে আসন সাজাতে হবে। আসন সাজানোর পর উপরের মন্ত্রটি ৫০১ বার পাঠ করতে হবে। মোট তিন দিন। অবশ্যই সাধনাটি রাত ২ টার পর ভোর ৫ টার আগে করতে হবে।
বিঃদ্রঃ সাধনাটি এর আগে প্রকাশ করা হয়নি। সবার অনুরোধে প্রকাশ করলাম। সাধনার আগে গুরুর আদেশ নিতে হবে। 


ধন্যবাদ।  

Comments

Popular posts from this blog

অদ্ভুত ইন্দ্রজাল ও ডাকিনী মন্ত্রবিদ্যার বই পিডিএফ ডাউনলোড ফ্রি!

বার্মিজ লজ্জাতুন্নেছা তাবিজের বই | বার্মিজ তাবিজের কিতাব ২০০ বছর পুরনো!

যে কাউকে বশীভূত করার মন্ত্র | Boshikoron montro by Kufuri Kalam BD