জ্বীন-ভূত কালো জাদু ছাড়ানো মন্ত্র
জ্বীন-ভূত কালো জাদু ছাড়ানো মন্ত্রঃ
আসিয়া নরসিংহ বসিল সাথে সাথে
ভুত জারলাম বজ্জব হাতে-
ডাইনে জারুম বায় ঝারুম
ভুত পেত কলচাইয়া মারুম-
ডাইকা মারুম ডুমকরী মারুম
পাথর করমু চূর্ন চূর্ন-
কোন কোন দেবতা মারুম
দেবী দেবী শুন,
অনুখা জনুখা বলে
আমি নরসিন ভালো জানি,
ফলনার অংগের জ্বর ঝাড়ী
বিষ বেদনা আপদ বালাই
ছত্রিশটা রোগের কর ঘাউ!
দোহাই আল্লাহর মোহাম্মদের
ত্রিশ কোটি দেবতার মাথা খাও!
কালা কালা নরসিং করিল গমন
চান সাব পলাইয়া গেল না করে রাউ,
পাঞ্জপতি লইয়া গেল কার্তিক
গনেশের মাউ-
ত্রিশ কোটি দেবগন
তারা করে হুলুস্থুল-
ভূমিষ্টে পড়িয়া নরসিং তিন বক ছাড়ে!
মুই নরসিং বীর, মোর ডাকে কোন
দেবতা থাকতে পারে স্থীর-
রাত দিন ভার দিলাম
পাথর দেউ দিলাম-
করুণ শামছুর হাইছা কাইছা
মরা কাইছা মরা!
ভাজা খায় পোড়া খায়
রাজ সন্ন্যাসি ঘাটে যায়!
ভূত পায়, পেত পায়
মাদার পায়, কালী পায়
বাবা ভাই, বইশালে পায়
জিন পায়, পরি পায়
দেও পায়, দানব পায়
আমার বন্ধের ভিতরে
যে করিবে ঘাউ-
আল্লাহ হেটে লৌহ কলম
জগত ভুমি লরিয়া যায়!
শিব বলে পারবতি
শোন দিয়া মন,
অকুমারি নারী আমি
কিসের বিবরণ!
দেবির খাট লড়ে পাট লরে
লরে সিংহাসন-
তাই দেখিয়া শিব ঠাকুরের
জইলা উঠে মন-
খাইলাম না ছুইলাম না
কোন কোন দুতিকা হাটে চলে
ঘাটে চলে, মহন কুড়ে ঘরে বাস!
সেই খানে ছিল বরিশালে জন্মস্থান
চল চল হুর পরী চল-
নীল পরী চল, শাহা পরী চল
কালী চল, দেউ চল, দানব চল
ভুত চল, পেত চল, চোরা চল
মাদার চল, বার ভাই বইশাল চল!
না চলস দোহাই আলী
দোহাই কালি,
ফাতেমা জিন্নতে মাথা খান
ছু ছার দোহাই সলেমান নবী!
..
নিয়মঃ রবিবার ও বৃহস্পতিবার বাদ রেখে অন্য যে কোনো ৭ দিনে মন্ত্রটি মুখস্ত করতে হইবে!
যে কোনো প্রকার দুষ্টু জিন পরি, দেউ দানব মাদার কালি ভুত পেত্নী বার ভাই বাইশাল হোক না কেন উক্ত মন্ত্র পাঠ করে রোগীকে ফুক দিলে আল্লাহর রহমতে পাঁচ সাত ফুকের পরে আছর ঝাড়িয়া যাইবে এবং আল্লাহর রহমতে রোগী ভাল হইবে!
..
বিঃদ্রঃ এই মন্ত্র দিয়ে শুধু জ্বিন ভূতের আছরে নয়, কালো জাদুর প্রভাব নষ্ট করা যাবে!
..
বিধিঃ প্রথমে গুরুর অনুমতি নিয়ে চন্ডিবরন করে নিতে হবে, তারপর এই মন্ত্র সাত বার পাঠ করে প্রয়োগ করতে হবে!
..
মোবাইলঃ ☎️ 01703-638795 WhatsApp
Comments
Post a Comment